মেঘনা ও ব্রহ্মপুত্রে স্বচ্চ জলরাশি বিধৌত উর্বর পললমিশ্রিত ভূখন্ড ভৈরবের স্বনামধন্য সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ একটি ঐতিহ্যবাহী স্বকীয় মানদন্ডে অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই অঞ্চলের নারীশিক্ষার অগ্রগতিকে বেগবান করতে অসামান্য অবদান রেখে চলছে। বিশেষ করে অস্বচ্ছল ও মেধাবী ছাত্রীদের জ্ঞান বিকাশে ও শিক্ষাজীবনে তাদের উত্তরোত্তর সাফল্য আনয়নে এটি একটি নির্ভরযোগ্য বিদ্যাপীঠে রুপান্তরিত হয়েছে।
আমি অত্যন্ত গৌরবের সাথে বলতে চাই প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি, ভৈরবের কৃতীসন্তান মোঃ জিল্লুর রহমানের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত এই শিক্ষালয় প্রতি বছর বিভিন্ন পাবলিক পরীক্ষায় মানসম্মত ফলাফলে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলছে। তোমরা জেনে অত্যন্ত আনন্দিত হবে যে, একাদাশ-দ্বাদশ শ্রেণিতে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগে পাঠদানের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ হিসেবে বাংলা, ইংরেজী, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, দর্শন, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতক (সম্মান) ও রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, দর্শন, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর শ্রেণিতে পাঠদান করা হয়।
খুবই স্বল্প ব্যয়েই এখানের রয়েছে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ। সাবেক রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের সহধমর্িণী আইভি রহমান এর নামানুসারে শহীদ আইভি রহমান ছাত্রী নিবাসে দূর-দূরান্তের ছাত্রীদের আবাসনের ব্যবস্থা রয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষমাত্রা-৪ এর “সকলের জন্য অন্তভূৃক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি” এই ধারাকে সামনের রেখে সুস্থ সুন্দর ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানে সারা বিশ্বের সাথে বাংলাদেশও এগিয়ে চলছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেই কন্টকাকীর্ণ দীর্ঘ পথচলায় আমারাও তোমাদেরকে নিয়ে স্বপ্নের সারথি হতে চাই। বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এজেন্ডা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে আমাদের সদা প্রস্তুত থাকতে হবে যেন আমরাও হতে পারি চতুর্থ শিল্প বিপ্লবের যোগ্যতম অংশীদার।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা গঠনে তোমাদের নিয়ে আমরা এগিয়ে যাব দৃঢ় প্রত্যয়ে। তোমাদের চলার পথকে মসৃন ও উন্নত করতে শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী সবর্োপরি আমাদের ঐকান্তিক প্রচেষ্টা সর্বদা প্রসারিত থাকবে। তোমাদের সর্বাঙ্গীন উন্নতি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।