HSC CORNER
মেঘনা ও ব্রহ্মপুত্রে স্বচ্চ জলরাশি বিধৌত উর্বর পললমিশ্রিত ভূখন্ড ভৈরবের স্বনামধন্য সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ একটি ঐতিহ্যবাহী স্বকীয় মানদন্ডে অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই অঞ্চলের নারীশিক্ষার অগ্রগতিকে বেগবান করতে অসামান্য অবদান রেখে চলছে। বিশেষ করে অস্বচ্ছল ও মেধাবী ছাত্রীদের জ্ঞান বিকাশে ও শিক্ষাজীবনে তাদের উত্তরোত্তর সাফল্য আনয়নে এটি একটি নির্ভরযোগ্য বিদ্যাপীঠে রুপান্তরিত হয়েছে।
প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি, ভৈরবের কৃতীসন্তান মোঃ জিল্লুর রহমানের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত এই শিক্ষালয় প্রতি বছর বিভিন্ন পাবলিক পরীক্ষায় মানসম্মত ফলাফলে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলছে। তোমরা জেনে অত্যন্ত আনন্দিত হবে যে, একাদাশ-দ্বাদশ শ্রেণিতে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগে পাঠদানের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ হিসেবে বাংলা, ইংরেজী, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, দর্শন, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতক (সম্মান) ও রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, দর্শন, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর শ্রেণিতে পাঠদান করা হয়।
![2023-24 2023-24](https://zmc.edu.bd/wp-content/uploads/elementor/thumbs/2023-24-qcze5l3284chapnzvogwdmkbio27dvsc3aa4uezfnk.jpg)
![মোঃ-তাওহিদুল-ইসলাম](https://zmc.edu.bd/wp-content/uploads/2023/10/মোঃ-তাওহিদুল-ইসলাম.jpg)
![মোসাঃ-মুসতারী-ফেরদৌসি](https://zmc.edu.bd/wp-content/uploads/2023/10/মোসাঃ-মুসতারী-ফেরদৌসি.jpg)
![খাদিজা-ইয়াসমীন](https://zmc.edu.bd/wp-content/uploads/2023/10/খাদিজা-ইয়াসমীন.jpg)
![শাহজাদা-মারুফ](https://zmc.edu.bd/wp-content/uploads/2023/10/শাহজাদা-মারুফ.jpg)
![মোঃ-মুর্শিদ-মিয়া](https://zmc.edu.bd/wp-content/uploads/2023/10/মোঃ-মুর্শিদ-মিয়া.jpg)
![মোঃ-হাসান-মাহমুদ](https://zmc.edu.bd/wp-content/uploads/2023/10/মোঃ-হাসান-মাহমুদ.jpg)
![বেগম-নাজমা-পারভীন](https://zmc.edu.bd/wp-content/uploads/2023/10/বেগম-নাজমা-পারভীন.jpg)
![মোহাম্মদ-শামসুল-হক](https://zmc.edu.bd/wp-content/uploads/2023/10/মোহাম্মদ-শামসুল-হক.jpg)
![মোঃ-আমিনুল-হক](https://zmc.edu.bd/wp-content/uploads/2023/10/মোঃ-আমিনুল-হক.jpg)