মাননীয় সংসদ সদস্যের বাণী
নাজমুল হাসান
সংসদ সদস্য, ভৈরব-কুলিয়ারচর
একদা নারী ছিল আলোহীন, প্রাণহীন, দূর্ভেদ্য অন্তরালে শৃঙ্খলিত এক বন্দী। আজ নারীরা সেই বন্দিদশা থেকে বেরিয়ে এসে আলোকিত জগতে উন্মুক্ত ও উদার পরিবেশে দাঁড়াচ্ছে। দেশ, সমাজ ও জাতি গঠনে নারী পুরুষের সমান ভূমিকায় রয়েছে।
নারী শিক্ষার প্রসার ও নারী অধিকার প্রতিষ্ঠায় ব্রত নিয়ে “প্রকৃত মানুষ গড়া-ই আমাদের লক্ষ” স্লোগানকে সমুন্নত রেখে ভৈরবের প্রাণ কেন্দ্রে সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ভৈরব ও সংলগ্ন অঞ্চলের নারীদের জীবন গঠনে এ কলেজটি অনবদ্য অবদান রেখে চলেছে। তাছাড়া এ কলেজটি নারীদের সুনাগরিক হিসেবে তৈরী করে দেশ ও জাতির দিন বদলের যোগ্য সারথি হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করছে। গত ২০১৩ সালে কলেজটি জাতীয়করণ করা হয়। কলেজটিতে উচ্চ মাধ্যমিক শাখায় মানবিক, ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান বিভাগসহ স্নাতক (পাস) ও স্নাতক (প্রাইভেট) কোর্স সহ ০৯ টি বিষয়ে অনার্স ও ০৫ টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে।
এ কলেজের ছাত্রীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের খ্যাতনামা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ণ করছে এবং কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতার প্রমাণ রেখে চলছে। আমি প্রত্যাশা করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রয়াত মহামন্য রাষ্ট্রপতির নামে প্রতিষ্ঠিত এ কলেজে যেসব শিক্ষার্থী আগামীতে পড়াশোনা করবে, তারাও তাঁদের পূর্বসূরীদের মত উন্নত জীবন গঠন করতে সক্ষম হবে।